সিলভার মর্যাদায় বেবিচকের প্রশিক্ষণ একাডেমি

Passenger Voice    |    ০১:৩৮ পিএম, ২০২৪-০৪-২৮


সিলভার মর্যাদায় বেবিচকের প্রশিক্ষণ একাডেমি

বিশ্বব্যাপী সিভিল এভিয়েশন কর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও)। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সিভিল এভিয়েশন প্রশিক্ষণ একাডেমি (সিএটিসি) প্রশিক্ষণের ক্ষেত্রে মানের উন্নয়ন ঘটিয়েছে। তাই আইকাও প্রশিক্ষণ কেন্দ্রটিকে ব্রোঞ্জ সদস্য থেকে সিলভার সদস্যে উন্নীত করেছে। এ জন্য সিএটিসিকে সনদ প্রদান করা হবে আগামী ১ মে।

বেবিচক সূত্রে জানা গেছে, সিএটিসির সনদ গ্রহণ করবে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। অন্য সদস্যরা হলেন– বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স এয়ার কমডোর শাহ কাওছার আহমদ চৌধুরী ও সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।

বেবিচক সূত্র জানায়, গত বছরের ৫ এপ্রিল সিএটিসির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বেবিচককে চিঠি দেয় আইকাও। এর পর এ বছর সিএটিসিকে ব্রোঞ্জ সদস্য থেকে সিলভার সদস্যে উন্নীত করা হয়। 

এ ব্যাপারে সিভিল এভিয়েশনের পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী জানান, আইকাও বিশ্বব্যাপী বিমান পরিচালনা কার্যক্রম পরিচালনা ও এভিয়েশন কর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। পৃথিবীর সব দেশের সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টারগুলো তারা দেখভাল করে। এভিয়েশন সেক্টরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করে তারা। বিশেষ করে আধুনিক প্রযুক্তিনির্ভর কারিগরি প্রশিক্ষণ ও এর মান নিশ্চিতে কাজ করে সংস্থাটি। আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষকও তৈরি করে তারা।  ট্রেনিং কার্যক্রম পরিচালনায় দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ কেন্দ্রগুলো মান অনুযায়ী আইকাওর বিভিন্ন ক্যাটেগরির সদস্য পদ পেয়ে থাকে।

প্রশান্ত কুমার বলেন, ২০২১ সালে সরকার সিএটিসিকে ‘সিভিল এভিয়েশন প্রশিক্ষণ একাডেমিতে’ রূপান্তর করে। এর পর বেবিচক আইকাও প্রশিক্ষণ সদস্যপদ লাভের জন্য ব্যাপক কার্যক্রম গ্রহণ করে। পরে আইকাও একাডেমির ট্রেনিং কার্যক্রম পর্যালোচনা করে প্রশিক্ষকদের মানোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। 

কর্মকর্তারা জানান, বেবিচক চেয়ারম্যানের উদ্যোগে প্রশিক্ষণ একাডেমির শ্রেণিকক্ষগুলো ডিজিটাইজড করা হয়। তাছাড়া এয়ার ট্রাফিক কন্ট্রোলারসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে প্রশিক্ষণ কেন্দ্রটি অত্যাধুনিক করা হয়। প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য আইকাওয়ের তত্ত্বাবধানে আন্তর্জাতিক প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়। অবশেষে কেন্দ্রটি আইকাওর সিলভার সদস্য হিসেবে উন্নীত হয়। এটা আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে মনে করেন কর্মকর্তারা।

প্যা.ভ/ত